চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। সব পাহাড়ই সাদা বরফের চাদরে ঢাকা। আর সেই বরফ ঢাকা পাহাড় থেকে বয়ে আসছে কনকনে হিমশীতল ঠান্ডা হাওয়া। নিরন্তর বয়ে চলা এই হিমেল হাওয়ায় ক্রমশ পড়ছে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ। ফলে নতুন নতুন ঠান্ডার রেকর্ড তৈরি হচ্ছে সেখানে। কাশ্মীরের দ্রাস শহরে এদিন তাপমাত্রা পড়তে পড়তে পৌঁছেছে মাইনাস ১৭.৩ ডিগ্রিতে। ঠান্ডা এতটাই যা লিখে প্রকাশ করা মুশকিল। শুধু দ্রাস বলেই নয়, গোটা কাশ্মীর জুড়েই শৈত্যপ্রবাহ চলছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনেও এই পরিস্থিতি বজায় থাকবে। বরফ ঢাকা পাহাড় থেকে বয়ে আসবে শৈত্যপ্রবাহ। যা কাশ্মীরের বিভিন্ন জায়গার তাপমাত্রা আরও ফেলে দেবে। লেহ-তে এদিন পারদ ছিল মাইনাস ১৪.৩ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৪.৫। শ্রীনগরে এদিন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ৪.৪ ডিগ্রি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)