নোট বাতিল ইস্যুতে দিনভর সরগরম রইল দিল্লি। এদিন সকালে সংসদের বাইরে ধর্নায় উপস্থিত হন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, শরদ যাদব, সহ বিভিন্ন বিরোধী দল। পাশে ছিল তৃণমূলও। সাংসদরা সংসদের বাইরে দাঁড়িয়ে নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। এদিন নোট বাতিলের বিরুদ্ধে আলাদা করে কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূলও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা। পরে সেখানে হাজির হন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। সঙ্গে ছিলেন দলের অন্য নেতা কিরণময় নন্দ। এছাড়া মঞ্চে দেখা গেছে শরদ যাদবকেও।
এদিন সংসদের মধ্যেও নোট বাতিলের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ চেয়ে গলা চড়ান বিরোধীরা। বিরোধীদের হৈ হট্টগোলে বারবার বাধা পায় সংসদের স্বাভাবিক কাজ। অন্যান্য দিনের মত এদিনও ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। এদিকে সংসদের জটিলতা কাটাতে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁর ঘরে একটি বৈঠক ডেকেছেন। সেখানে কংগ্রেস, তৃণমূল, বাম, এডিএমকের সাংসদদের আহ্বান জানানো হয়েছে।