সামনে ২০১৯ লোকসভা নির্বাচন। রয়েছে বিধানসভা নির্বাচনও। তাই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারিদের মন পেতে মহারাষ্ট্র সরকার রাজ্য সরকারি কর্মচারিদের মাইনে বাড়াতে চলেছে। সপ্তম পে কমিশন লাগু করার কথা জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে মাইনে বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।
যা হিসাব তাতে সেখানকার গ্রেড ৪ কর্মচারিদের মাইনে ৪ থেকে ৫ হাজার টাকা বাড়তে চলেছে, গ্রেড ৩ কর্মচারিদের মাইনে ৫ থেকে ৮ হাজার পর্যন্ত বাড়তে চলেছে। গ্রেড ২ ও গ্রেড ১ কর্মচারিদের মাইনে ৯ থেকে ১৪ হাজার পর্যন্ত বাড়তে চলেছে। আগামী জানুয়ারি থেকেই বর্ধিত মাইনে পাবেন কর্মচারিরা। ফেব্রুয়ারিতেই নতুন মাইনে অনুযায়ী টাকা হাতে পাবেন তাঁরা। তবে এই বর্ধিত মাইনের হার ২০১৬ সাল থেকে লাগু হবে। কর্মচারিদের এরিয়ার তাঁদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৫টি খেপে জমা পড়বে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সিদ্ধান্তে রাজ্যের ১৭ লক্ষ সরকারি কর্মচারি উপকৃত হবে। তবে সরকারের এতে খরচ বাড়ল ২১ হাজার কোটি টাকা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)