বৃহস্পতিবার রাতে শ্রীনগরের পারদ নামল মাইনাস ৭.৭ ডিগ্রিতে। গত ২৮ বছরে এত ঠান্ডা দেখেনি শ্রীনগর। শীত এবার জম্মু কাশ্মীরে লাগাতার দুরন্ত ব্যাটিং করছে। একটানা প্রবল ঠান্ডা বিরাজ করছে। ক্রমশ পড়ছে সব জায়গার পারদ। শ্রীনগরেও পারদ পরছিল বেশ কিছুদিন ধরেই। তা বৃহস্পতিবার রেকর্ড অঙ্কে পৌঁছে যায়। একইভাবে ঠান্ডায় কাতর জম্মু শহরও। এখানে পারদ মাইনাসের নিচে যায়না। কিন্তু সেখানেও এবার প্রায় মাইনাসের কাছে পৌঁছে গেছে ঠান্ডা। ২.৬ ডিগ্রি রেকর্ড হয়েছে জম্মুর তাপমাত্রা।
হিমালয়ের সব পাহাড় এখন বরফে আবৃত। সেই বরফাবৃত পাহাড় থেকে বয়ে আসছে প্রবল ঠান্ডা হাওয়া। সেই ঠান্ডা হাওয়া জম্মু কাশ্মীর জুড়ে শৈত্য প্রবাহ চালাচ্ছে। যা ক্রমশ সব জায়গার পারদ ফেলে দিচ্ছে। লেহ-তে পারদ নেমেছে মাইনাস ১৫.১ ডিগ্রি। কার্গিলে তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ১৬.১ ডিগ্রিতে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)