আর্থিক সমস্যায় জর্জরিত দেশের কৃষকদের হাতে অর্থের যোগান পৌঁছে দিতে ২১ হাজার কোটি টাকা সমবায় ব্যাঙ্কগুলিতে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র। নাবার্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কৃষকরা শীতের ফসল বপনের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারেন। বীজ ও সার কিনতে পারেন। এদিন একথা জানান কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস।
এছাড়া দেশ জুড়ে ডেবিট কার্ডে যে কোনও লেনদেনের ক্ষেত্রে চার্জ নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। আপাতত দেশের সকলের কাছে কার্ড মারফত অধিকাংশ লেনদেনের আর্জি জানিয়েছেন অর্থসচিব।