ঘন কুয়াশায় ঢাকা রাস্তা। তায় আবার তুষারপাত হচ্ছে মাঝেমধ্যেই। ফলে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকাগুলোতে দৃশ্যমানতা তলানিতে এসে ঠেকেছে। তার মধ্যেই যান চলাচল করছে কোনওক্রমে। জীবন থেমে যেতে পারেনা। কাজও হচ্ছে এর মধ্যেই। যেমন হচ্ছিল পাহাড়ি এলাকায় ইলেকট্রিক তার ফেলার কাজ। সেই কাজেই যুক্ত ছিলেন হরিদ্বারের ৩ যুবক। গত বৃহস্পতিবার রাতে ৩ জন একটি বোলেরো গাড়িতে তেহরির কান্দাখাল রোড ধরে যাচ্ছিলেন। পাহাড়ি রাস্তায় বানালি গ্রামের কাছে তাঁদের গাড়িটি আচমকাই রাস্তা ধার ঘেঁষা গভীর খাদে উল্টে যায়। অত গভীর খাদে পড়ার পর বাঁচা মুশকিল। হয়ও তাই। ঘটনাস্থলেই ৩ যুবকের মৃত্যু হয়।
পুলিশ পরে গাড়িটি এবং ওই ৩ যুবকের দেহ খাদ থেকে উদ্ধার করে। যুবকদের পরিবারে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান দৃশ্যমানতার অভাবে ভালভাবে রাস্তা দেখতে না পেয়েই এই দুর্ঘটনার শিকার হয় গাড়িটি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)