তেলেঙ্গানায় এবার বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে কে চন্দ্রশেখর রাওয়ের দল। ক্ষমতায় দ্বিতীয়বারের জন্য আসার পর এবার তেলেঙ্গানা পুলিশের নজরদারি শক্তিশালী করার দিকে নজর দিল কেসিআর সরকার। রাজ্য জুড়ে পুলিশের নজরদারি বাড়াতে আগামী ৩ বছরে ১৫ লক্ষ সিসিটিভি বসানোর পরিকল্পনা করেছে তেলেঙ্গানা পুলিশ। শুধু গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের আওতায় ১০ লক্ষ সিসিটিভি বসানো হবে।
তেলেঙ্গানাকে অত্যন্ত সুরক্ষিত একটি জায়গায় পরিণত করাই এই সিসিটিভি বসানোর পরিকল্পনার মূল লক্ষ্য বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এছাড়া তেলেঙ্গানা জুড়ে পুলিশের কাজে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে বলেও জানান তেলেঙ্গানার ডিজি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)