পুলিশের পোশাক পরে জেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১ খালিস্তানি নেতা সহ ৫ জনকে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পঞ্জাবের নাভা সংশোধনাগার। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য নাভার সুনাম আছে। সেখানেই এদিন সকাল ৯টা নাগাদ ২টি গাড়িতে পুলিশের পোশাক পরে হাজির হয় বেশ কয়েকজন। তারপর দরজায় থাকা রক্ষীকে ছুরি মেরে তারা সংশোধনাগারের মধ্যে ঢুকে যায়। সময় নষ্ট না করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। একটানা ১০০ রাউন্ডের ওপর গুলিবর্ষণ করে তারা। তারপর জেলবন্দি খালিস্তানি নেতা হরমিন্দর সিং মিন্টু ও ৪ গ্যাংস্টার বিক্রমজিত, নীতা দেওল, ভিকি গোণ্ডার ও গুরপ্রীত শেখনকে নিয়ে চম্পট দেয় তারা। ঘটনায় ২ পুলিশকর্মী আহত হয়েছেন।
পঞ্জাব সহ প্রতিবেশি রাজ্যগুলিতে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। বন্দিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে পঞ্জাব সরকার। ঘটনার পর এক ট্যুইট বার্তায় রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সুখবীর সিং বাদল এই ঘটনার পিছনে পাকিস্তানের হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর দাবি, সার্জিক্যাল স্ট্রাইকের পর পাল্টা ভারতে সন্ত্রাসবাদকে নতুন করে বাঁচিয়ে তোলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।