
ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগরের ওপর তৈরি হওয়া একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ আফগানিস্তান, পাকিস্তান হয়ে ধেয়ে আসছে ভারতের উত্তর প্রান্তের দিকে। তার জেরে পয়লা জানুয়ারি হিমাচল প্রদেশের সিমলা সহ অনেক জায়গায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে মরসুমের প্রথম তুষারপাতে ঢাকতে পারে শৈলশহর সিমলা। প্রতি বছরই বড়দিনের আগে থেকে সিমলায় মানুষের ভিড় জমতে শুরু করে। পর্যটকদের লক্ষ্য থাকে একটাই, বছর শেষের ছুটিতে সিমলায় বরফ উপভোগ করা। এবার কিন্তু হিমাচলের অধিকাংশ জায়গাতেই ঝলমল করেছে আকাশ। ঠান্ডাও থেকেছে প্রবল। কিন্তু তুষারপাত হয়নি। তাই ঠান্ডা পেলেও তুষারের মজা থেকে বঞ্চিতই থাকতে হচ্ছিল পর্যটকদের।
যদি পয়লা জানুয়ারি তুষারপাত হয় তবে নতুন বছরের শুরুতেই জমে যাবে সিমলায় বরফ নিয়ে মেতে ওঠার আনন্দ। এদিকে হিমাচলের সর্বত্রই প্রবল ঠান্ডা গ্রাস করেছে। হিমাঙ্কের আশপাশে ঘোরাফেরা করছে পারদ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)