National

নতুন বছরে এ রাজ্যের সরকারি হাসপাতালে মিলবে বিনামূল্যে রক্ত

রক্তের প্রয়োজন মিটবে। তবে তার জন্য এক টাকাও খরচ করতে হবে না। কথাটা অদ্ভুত শোনালেও এটাই ইংরাজি নববর্ষে রাজ্যবাসীর জন্য উপহার। রাজ্যের সব হাসপাতাল থেকে বিনামূল্যে রক্ত মিলবে। সোমবার একথা ঘোষণা করেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ব্রহ্ম মহিন্দ্রা। পঞ্জাব সরকার তন্দুরস্ত পঞ্জাব নাম দিয়ে একটি প্রকল্প চালু করেছে। তার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বিনামূল্যে রক্ত দেওয়াই নয়, সব সরকারি হাসপাতালে রক্ত মিলবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী।

এতদিন রক্তের প্রয়োজন হলে রিকুইজিশন অনুযায়ী সব সিভিল হাসপাতালে ৩০০ টাকা ও সব সরকারি মেডিক্যাল কলেজে ৫০০ টাকা প্রসেসিং চার্জ বাবদ গুনতে হত রোগীর আত্মীয়দের। এদিন ব্রহ্ম মহিন্দ্রা আরও জানিয়েছেন, শুধু রক্ত বলেই নয়, আরবিসি, বরফ জমানো প্লাজমা, প্লেটলেট প্লাজমা সবই রোগীদের প্রয়োজনে দেওয়া হবে বিনামূল্যে।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button