কাছের মহাদেব পাহাড়ে নাকি তিনি যাদু-টোনা করেন। এই অভিযোগকে সামনে রেখে উত্তর ত্রিপুরার ধলাই জেলার একটি আদিবাসী গ্রামের বাসিন্দারা পিটিয়ে মারলেন তাঁদের গ্রামের এক বৃদ্ধকে। তাঁদের অভিযোগ ছিল কাছের মহাদেব পাহাড়ে গিয়ে যাদু-টোনা করেন নকুলজয় রিয়াং নামে ওই ৮০ বছরের বৃদ্ধ। এই অভিযোগের ভিত্তিতে গ্রামে সালিশি সভা বসে। সেই সভাতেই শুরু হয় মার। গ্রামবাসীদের মারে রক্তাক্ত ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
প্রসঙ্গত প্রতি বছরই উত্তরপূর্ব প্রান্তের রাজ্যগুলিতে বহু মহিলা ডাইনি অপবাদে বা যাদু-টোনা করার অভিযোগে আমজনতার আক্রোশের শিকার হন। তাঁদের পিটিয়ে হত্যা করা হয়। এবার সেই তালিকায় যোগ হল এক অশীতিপর বৃদ্ধের নামেও।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)