জেল পালানোর সুখ ২৪ ঘণ্টাও উপভোগের সুযোগ দিল না পুলিশ। তার আগেই দিল্লি থেকে গ্রেফতার হল খালিস্তান লিবারেশন ফ্রন্ট প্রধান হরমিন্দর সিং মিন্টু। দিল্লি ও পঞ্জাব পুলিশের যৌথ অপারেশনে সোমবার সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পঞ্জাব পুলিশের দেওয়া খবরের ভিত্তিতেই তাকে এত দ্রুত গ্রেফতার করতে সমর্থ হল দিল্লি পুলিশ। সকালে মিন্টু একটা ফোন করে। সেই ফোন থেকেই খবর হাতে আসে পুলিশের।
গত রবিবার সকাল ৯টা নাগাদ দুটি গাড়িতে পুলিশের পোশাক পরে পঞ্জাবের নাভা সংশোধনাগারে হাজির হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। তারপর দরজায় থাকা রক্ষীকে ছুরি মেরে তারা সংশোধনাগারের মধ্যে ঢুকে যায়। সময় নষ্ট না করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। একটানা ১০০ রাউন্ডের ওপর গুলিবর্ষণ করে জেলবন্দি খালিস্তানি নেতা হরমিন্দর সিং মিন্টু ও ৪ গ্যাংস্টার বিক্রমজিত, নীতা দেওল, ভিকি গোণ্ডার ও গুরপ্রীত শেখনকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। তারপর থেকেই তাদের হন্যে হয়ে খুঁজতে শুরু করে পুলিশ।