কালো রংয়ের পোশাক, কালো ব্যাগ, কালো টুপি, এমনকি কালো মোজা পর্যন্ত পড়া যাবেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়। এমনই ফতোয়া জারি করেছিল ঝাড়খণ্ডের পালামৌ আঞ্চলিক প্রশাসন। মাত্র ১ দিনের ব্যবধানে সেই ফতোয়া প্রত্যাহারও করা হল। পালামৌয়ের পুলিশ সুপার জানিয়ে দিয়েছেন এমন কোনও নিষেধাজ্ঞা রইল না। যে কোনও ধরণের কালো রঙের জিনিস চলতে পারে প্রধানমন্ত্রীর সভায়। তবে তাঁদের আর্জি প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে সুরক্ষা বন্দোবস্তে সহযোগিতা করুক সাধারণ মানুষ।
ঝাড়খণ্ড জুড়ে শিক্ষক আন্দোলন বেশ জোরদার আকার নিয়েছে। এর মধ্যেই আগামী ৫ জানুয়ারি পালামৌ আসছেন প্রধানমন্ত্রী। সেখানে জনসভায় যাতে তাঁকে শিক্ষক সংগঠন কালো কিছু না দেখাতে পারে সেজন্যই ফতোয়া জারি করে স্থানীয় প্রশাসন। কিন্তু এদিন তা তুলে নেওয়া হল। আগামী ৫ জানুয়ারি এখানে মণ্ডল ড্যাম ইরিগেশন প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)