বিজেপি বিধায়কের পাগড়ি খোলাকে কেন্দ্র করে প্রবল হট্টগোল হল দিল্লি বিধানসভার ভিতরে ও বাইরে। বিজেপি বিধায়ক মনজিন্দর সিং সিরসা অভিযোগ করেন তাঁকে বিধানসভা থেকে বার করার সময় তাঁর পাগড়ি খুলে দেওয়া হয়। যদিও সেই অভিযোগ মানতে চায়নি দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি। আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ বিধানসভায় জানান আর কেউ নন, মনজিন্দর সিং সিরসা নিজেই নিজের পাগড়ি খুলে চেয়ারে পদাঘাত করেন।
প্রসঙ্গত বেশ কিছুদিন আগে থেকেই বিজেপি বিধায়ক মনজিন্দর সিং সিরসা দিল্লি বিধানসভার স্পিকার পদ থেকে রাম নিবাস গোয়েলকে সরানোর দাবিততে সোচ্চার হয়েছিলেন। বৃহস্পতিবার তিনি ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকলে তাঁকে অধিবেশন কক্ষ থেকে বার করে দেওয়া নির্দেশ দেন স্পিকার। সেই সময় তাঁর পাগড়ি খোলা হয়েছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)