প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন দিল্লি কংগ্রেসের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। গত বৃহস্পতিবার রাতেই তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে নিজের পদত্যাগের কথা জানিয়ে আসেন। পরে ট্যুইট করে পদত্যাগের কথা ঘোষণা করেন। দিল্লি কংগ্রেসের প্রধান হিসাবে ২০১৫ সালে দায়িত্ব নেন অজয় মাকেন। এদিন ট্যুইটে অজয় রাহুল গান্ধী সহ তাঁর দলের সকলকে ধন্যবাদ জানান।
নিজের নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির এক কংগ্রেস নেতা জানান অজয় মাকেনের সরে দাঁড়ানোর কারণ তাঁর শারীরিক পরিস্থিতি। প্রসঙ্গত ২০১৮ সালেও অজয় মাকেনের সরে দাঁড়ানো নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। তখন কংগ্রেসের তরফে স্পষ্ট করা হয় তিনি পদত্যাগ করেননি, দিল্লির প্রধানের পদ থেকে কিছুদিনের জন্য অব্যাহতি নিয়েছেন। সে সময়ে বিদেশে চিকিৎসার জন্যও যান মাকেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)