কুরখেতা জঙ্গলে মাওবাদীদের গতিবিধির কথা কানে আসে পুলিশের। খবর পেয়ে আর দেরি করেনি প্রশাসন। শুক্রবার সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের একটি যৌথবাহিনী পাঠানো হয় জঙ্গলে। সেখানে যৌথবাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে গেরিলাবাহিনীর মাওবাদীরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনী। বেশ কিছুক্ষণ চলে গুলির লড়াই। অবশেষে যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হয় ১ মাওবাদী গেরিলার। ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ছাতরা জেলার কুরখেতা জঙ্গলে।
তাদের ১ সদস্যের মৃত্যুর পর বাকি গেরিলারা পালিয়ে যায়। যৌথ বাহিনী মৃত ওই মাওবাদীর দেহ উদ্ধার করেছে। তার কাছ থেকে একটি ইনসাস রাইফেল পেয়েছে পুলিশ। বাকি মাওবাদীদের খোঁজে জঙ্গল জুড়ে তল্লাশি শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)