নোট বাতিলের প্রতিবাদে বামেদের ১২ ঘণ্টার বন্ধের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও, বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে ত্রিপুরায়। সোমবার সকাল থেকেই ত্রিপুরার রাজধানী আগরতলা সহ অন্যান্য জায়গায় দোকানপাট বন্ধ। রাস্তাঘাট খাঁখাঁ করছে। কোথাও কোনও মানুষের দেখা নেই। স্কুল, কলেজ, অফিস বন্ধ। গোটা রাজ্যটাই রবিবারের পর ফের সোমবার সকালে থেকে ছুটির মেজাজে চলে গেছে। কেউই তেমন বাড়ি থেকে বার হননি।
তৃণমূল ও কংগ্রেস বন্ধের বিরোধিতা করলেও রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়নি। বরং বিজেপি সকালের কয়েকটি জায়গায় বন্ধের বিরোধিতায় মিছিল বার করলে বন্ধ সমর্থকদের সঙ্গে তাদের বচসা হয়। তবে তাতে বন্ধের ব্যাপকতায় কোনও প্রভাব পড়েনি। বরং এদিন সর্বাত্মক বন্ধই দেখল বাম শাসিত ত্রিপুরা।