ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার। ভোর বা রাতের দিকে কুয়াশার চাদর এতটাই পুরু থাকছে যে ভাল করে সামনে কী আছে দেখা যাচ্ছেনা। সেই কুয়াশার জেরে সবসময়েই দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। কুয়াশার জেরে দৃশ্যমানতা তলানিতে ঠেকার প্রভাব বোঝা গেল একটি মর্মান্তিক দুর্ঘটনায়। প্রথমে একটি স্পিরিট বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে একটি গাড়ির ধাক্কাধাক্কি হয়। এবার তার পিছনে থাকা একটি বাস এসে ধাক্কা মারে। সেই বাসে ধাক্কা মারে আরও কয়েকটি গাড়ি। আর এভাবেই ২ দিক থেকে আসা গাড়িগুলি একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে থাকে। এতগুলো গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা লাগার জেরে প্রবল শব্দ তৈরি হয়। ছুটে আসেন আশপাশের লোকজন। পরে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় ১ ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১৫ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ যে কুয়াশা তা মেনে নিচ্ছে পুলিশও। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুর জেলার ছিন্নমস্তা মন্দিরের কাছে ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর। এই দুর্ঘটনার জেরে ব্যস্ত এই সড়কে দীর্ঘক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)