সেই বড়দিনের আগে থেকে মানুষ হাপিত্যেশ করে অপেক্ষা করছেন কবে সিমলায় তুষারপাত হবে। কিন্তু পর্যটকদের সেই আশা এখন পূরণ হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্ত্বেও সিমলায় এখনও বরফের দেখা নেই। সিমলা নিরাশ করলেও মানালি পুষিয়ে দিয়েছে সেই খেদ। গত শুক্রবার সন্ধে থেকে মানালিতে তুষারপাত শুরু হয়েছে। তুষারপাত হচ্ছে হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকাগুলিতে। ফলে পাহাড়ি এলাকাগুলো ছবির মত রূপ নিয়েছে।
মানালিতে তুষারপাতের খবর মিলতেই পর্যটক শনিবার সকাল থেকেই মানালিতে ভিড় জমাতে শুরু করেছেন। বরফ নিয়ে খেলায় মেতে উঠছেন। কল্পাতে ৪ সেন্টিমিটার পুরু বরফ পরেছে। বরফে ঢাকা কেলং। রাজ্যের সবচেয়ে শীতল স্থান এটিই। এখানে শনিবার পারদ নেমেছে মাইনাস ৭ ডিগ্রিতে। ঠান্ডায় কাঁপছে হিমাচল। কিন্তু তুষারপাত এ রাজ্যের পাহাড়ি এলাকাগুলোকে একেবারে ছবির মত সুন্দর করে তুলেছে। যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে পর্যটকদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা