একটি লম্বায় ১২ ফুট। অন্যটি লম্বায় ৯ ফুট। এমনই ২টি বিশালকায় পাইথনের দেখা মিলল একেবারে গ্রামের মধ্যে। গ্রামে বহু মানুষের বাস। সেখানে এভাবে পাইথনের হানায় আতঙ্ক ছড়ায়। দ্রুত খবর দেওয়া হয় বন কর্মীদের। তাঁরা এসে পাইথন ২টিকে পাকড়াও করার চেষ্টা করেন। কিন্তু তাদের অতিকায় চেহারার জন্য বন কর্মীরাও হিমসিম খান তাদের পাকড়াও করতে। অবশেষে ধরা পড়ে তারা। একটির ওজন ৩০ কেজি। অন্যটির ১৮ কেজি।
গ্রামের মধ্যে পাইথনের দেখা মেলায় রীতিমত হৈচৈ পড়ে যায় ফতেপুর সিক্রি-র কাছে জৈনপুরা গ্রামে। পাইথন ২টিকে পাকড়াও করার পর তাদের ফের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা