নোট বাতিলের প্রতিবাদে দেশ জুড়ে আক্রোশ দিবস পালনের ডাক দিয়েছিল কংগ্রেস। তা তারা এদিন পালনও করেছে। আর ঠিক এই দিনেই আরও একধাপ এগিয়ে যে বন্ধের ডাক বামেরা দিয়েছিল তার প্রভাব প্রকট হল দেশের মাত্র ২টি রাজ্যে। ত্রিপুরা ও কেরালা। যে ২টি রাজ্যে বামেদের শাসন রয়েছে। কেরালায় বাম শাসন থাকায় এদিন ত্রিপুরার মতই সর্বাত্মকর বন্ধের চেহারা দেখল কেরালার শহর থেকে গ্রাম। কিন্তু বাকি ভারতে বন্ধের কোনও প্রভাব পড়ল না। জনজীবন আর পাঁচটা দিনের মতই স্বাভাবিক রইল। এমনকি দেখে একবারের জন্য মনেও হয়নি যে এদিন বন্ধ রয়েছে বলে কারও মনে আছে!