ঘেরা হয়ে গিয়েছিলেন ২৬ বছরের অর্চনাদেবী। তাঁর বাড়িটি চারপাশ থেকে ঘিরে নিয়েছিল হাতির পাল। কাঁচা বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করছিল তারা। ৭টি হাতি চারদিক থেকে ঘিরে বাড়ি ভাঙছিল। ফলে বাঁচার জন্য কোলে ২ বছরের মেয়েকে নিয়ে ঘর ছেড়ে ছুটে পালানোর চেষ্টা করেন অর্চনাদেবী। ফল হয়নি। বরং বাইরে বার হতেই তাঁকে ঘিরে ধরে ৭টি হাতি। সময় না দিয়ে মা ও মেয়েকে মাটিতে ফেলে পা দিয়ে পিষতে থাকে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলা জেলার রামপুর গ্রামে। বনদফতরের তরফে জানানো হয়েছে একটি হাতির পাল ওই গ্রামে ঢুকে তাণ্ডব শুরু করে। ভেঙে ফেলতে থাকে বাড়িঘর। দাপিয়ে বেড়াতে থাকে গোটা গ্রাম। এই অবস্থায় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন গ্রামবাসীরা। সেই সময়েই মা ও মেয়েকে পিষে দেয় হাতির পাল। গ্রামে বেশকিছুক্ষণ তাণ্ডব চালিয়ে ফের জঙ্গলে ফিরে যায় হাতির পালটি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)