শ্রমিকদের কথা শুনত কংগ্রেস। সেইমত ব্যবস্থা নিত। কিন্তু বিজেপি শ্রমিকদের কোনও কথাই শোনেনা। দেশ জুড়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ডাকা ২ দিন ব্যাপী সাধারণ ধর্মঘটের প্রথম দিনে এমনই দাবি করলেন শ্রমিক সংগঠন লেফট প্রগ্রেসিভ ইউনিয়নের সম্পাদক এম সম্মুগম। তামিলনাড়ুর এই শ্রমিক নেতা এদিন দাবি করেন কংগ্রেস ও বিজেপির অর্থনৈতিক নীতির মধ্যে এটাই পার্থক্য।
সম্মুগমের কথায় কিন্তু এটা স্পষ্ট যে বাম শ্রমিক সংগঠনের মনে কংগ্রেসের প্রতি যে সহানুভূতি রয়েছে তা বিজেপির প্রতি নেই। যা ২০১৯-এর আগে বিজেপির ভোট ব্যাঙ্কের জন্য খুব ভাল খবর নয়। যদিও কংগ্রেস ক্ষমতায় থাকাকালীনও বাম শ্রমিক সংগঠনকে ধর্মঘটে বারবার সামিল হতে দেখা গেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)