বাম ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশ জোড়া বন্ধের প্রভাব পড়ল বিজেপি শাসিত মহারাষ্ট্রে। বিজেপি বিরোধী বন্ধে মহারাষ্ট্রে এদিন আংশিক প্রভাব পড়েছে। ব্যাঙ্ক পরিষেবায় প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে সরকারি দফতরগুলিতেও। বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্যরা এদিন অফিসে কাজে যোগ দেননি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দফতরগুলি এদিন সকাল থেকেই খাঁ খাঁ করেছে। কোনও টেবিলে কোনও কর্মচারির দেখা মেলেনি। পোর্ট ট্রাস্টের কাজেও এদিন ব্যাপক প্রভাব পড়েছে। বাণিজ্য নগরীর একমাত্র বাস পরিষেবা ‘বেস্ট’। সেই বেস্টের বাসও এদিন রাস্তায় পাওয়া যায়নি। মধ্যরাত থেকেই বেস্টের কর্মচারিরা অনির্দিষ্টকালের ধর্মঘটে সামিল হয়েছেন।
এদিন মুম্বই শহরে বেস্টের বাস না থাকলেও মহারাষ্ট্র জুড়ে বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক রয়েছে। মুম্বইয়ের গতির জীবনে খুব বিশাল প্রভাব পড়েনি। বেসরকারি সংগঠনে সাধারণভাবেই মানুষ এসেছেন। কাজ করেছেন। দোকানপাটও ছিল খোলা।
বন্ধের সমর্থনে মহারাষ্ট্রের পড়শি রাজ্য গোয়ায় মঙ্গলবার সকালে এক বিশাল মিছিল বার হয়। গোয়ার বিভিন্ন রাস্তা ঘোরে সেই মিছিল। বন্ধ সমর্থন করার আহ্বান জানানো হয় মিছিল থেকে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)