দেশ জুড়ে বাম ট্রেড ইউনিয়নগুলির ডাকা বন্ধের দ্বিতীয় দিনেও ওড়িশার জনজীবন ব্যাপকভাবে প্রভাবিত হল। বন্ধের জেরে এদিন গাড়ি কম বেরিয়েছে রাস্তায়। ফলে তার প্রভাব পড়েছে। মানুষ গন্তব্যে পৌঁছতে হিমসিম খেয়েছেন। অন্যদিকে ওড়িশার বিভিন্ন জায়গায় রেল অবরোধ করেন ধর্মঘটীরা। ভুবনেশ্বর, বালাসোর, বেরহামপুর, কটক সহ বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয়। ফলে বহু ট্রেন সময়ে গন্তব্যে পৌঁছতে পারেনি।
বুধবার রাজধানী ভুবনেশ্বরেও বিভিন্ন জায়গায় পিকেটিং করতে দেখা যায় বন্ধ সমর্থকদের। অবশ্য যেসব গাড়ি ভুবনেশ্বরের রাস্তায় বার হয়েছিল, সেগুলিকে থামানোর কোনও চেষ্টা হয়নি। ফলে সেদিক থেকে ভুবনেশ্বর নির্বিবাদেই কাটিয়েছে। তবে বিভিন্ন দফতরে কর্মী সংগঠনগুলি বিক্ষোভ দেখান। বন্ধের কথা মাথায় রেখে রাজ্যের অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এদিন বন্ধ ছিল। এদিকে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলিও বন্ধে সামিল হওয়ায় অনেক ব্যাঙ্কের শাখাই এদিনও ছিল বন্ধ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)