কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার আক্রোশ দিবস পালন করল কংগ্রেস। এদিন দিল্লিতে সংসদ চত্বরে ধর্নার মধ্যে দিয়ে ‘আক্রোশ দিবস’- এ অংশ নেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য সাংসদরা। সংসদের মধ্যেও নোট বাতিলের প্রতিবাদে ও প্রধানমন্ত্রীর সংসদে এসে বিবৃতির দাবিতে কংগ্রেস সহ বিরোধীরা হৈ হট্টগোল চালিয়ে যান। ফলে বার বার মুলতুবি হয়ে যায় দুই কক্ষের অধিবেশন। এদিন সকালে সংসদে বিরোধীদের নিজেদের মধ্যে বৈঠকেই এদিনের পরিকল্পনা স্থির করা হয়ে গিয়েছিল। সেই মতই সংসদের উভয় কক্ষে সোচ্চার হন সকলে। এদিকে এদিন কলকাতাতেও বিক্ষোভ মিছিল বার করে কংগ্রেস। কংগ্রেস সদর কার্যালয় বিধানভবন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে মিছিল এগোয়। শেষ হয় পার্ক সার্কাসে। সেখানে একটি ছোট সভাও করেন তাঁরা। রাতারাতি নোট বাতিলের মত সিদ্ধান্ত নিয়ে আমজনতাকে সমস্যায় ফেলার কোনও অধিকার মোদী সরকারের নেই বলে দাবি করেন প্রদেশ সভাপতি।