জানেন না আজ বন্ধ আছে? একদল বন্ধ সমর্থক একটি এসবিআই-য়ের শাখার ম্যানেজারের কেবিনে ঢুকে ম্যানেজারকে এই প্রশ্ন করেন বুধবার বেলা সওয়া ১০টা নাগাদ। সবে শুরু হয়েছে ব্যাঙ্কের কাজকর্ম। ম্যানেজার জানান তিনি জানেন সেকথা। তবু তাঁরা খুলে রেখেছেন। ব্যাঙ্কিং পরিষেবা এসবের মধ্যে পড়ে না। ম্যানেজারের এই কথা শোনার পরই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তিরুবনন্তপুরমের একটি শাখার ম্যানেজারের কেবিন তছনছ করে দিলেন বন্ধ সমর্থকেরা। টেবিলের ওপর ছুঁড়ে দেওয়া হয় কম্পিউটার। তছনছ করা হয় গোটা ঘর।
বাম ট্রেড ইউনিয়নগুলির ডাকে ভারত বন্ধের দ্বিতীয় দিনেও কেরালার জনজীবন কার্যত স্তব্ধ। বন্ধের জেরে অনেক অফিস কাছারিতেই কাজ হচ্ছেনা। ব্যাঙ্ক কর্মী সংগঠন এই বন্ধে সামিল হওয়ায় অনেক ব্যাঙ্কের শাখাই বন্ধ। তারমধ্যেই এদিন নিজের শাখা খোলেন এসবিআইয়ের ওই ম্যানেজার সন্তোষ করুণাকরণ। ঘটনার অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)