প্রায় আড়াই মাস পর ফের অফিসে ফিরে নিজের চেয়ারে বসলেন সিবিআই প্রধান অলোক বর্মা। বুধবার বেলা ১০টা ১০ নাগাদ বাড়ি থেকে বার হওয়ার ২৫ মিনিটের মধ্যে দিল্লির লোধি নগরে সিবিআই দফতরে হাজির হন তিনি। তাঁকে স্বাগত জানান তাঁর অবর্তমানে তাঁর দায়িত্ব সামলানো নাগেশ্বর রাও। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর ফের নিজের পদে ফিরলেন অলোক বর্মা।
গত ২৩ ও ২৪ অক্টোবরের মধ্যবর্তী মধ্যরাতে সিবিআই-এর ডিরেক্টর অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তে সেন্ট্রাল ভিজিলান্স কমিশনেরও সায় ছিল। সিবিআই ডিরেক্টর হিসাবে সব ক্ষমতা তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কমন কজ এনজিও-র তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানান আইনজীবী প্রশান্ত ভূষণ। সেই মামলায় গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট অলোক বর্মাকে ছুটিতে পাঠানো ও তাঁর হাত থেকে সিবিআই ডিরেক্টর হিসাবে সব ক্ষমতা কেড়ে নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে খারিজ করে দেয়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় অলোক বর্মাকে তাঁর পদে পুনর্বহাল করা হল। তবে তাঁকে সম্পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দেয়নি সুপ্রিম কোর্ট। অলোক বর্মাকে ফেরানো হলেও সিবিআই ডিরেক্টর হিসাবে তিনি কোনও বড় সিদ্ধান্ত এখন গ্রহণ করতে পারবেননা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)