কয়েকদিন ধরেই নাকি তার শ্বাসকষ্ট হচ্ছিল। সেকথা জেল কর্তৃপক্ষকে জানানোর পর তাকে সরকারি হাসপাতালে পাঠানোর কথাও হয়েছিল। কিন্তু তার আগেই সংশোধনাগারে মৃত্যু হল তার। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিল ২৭ বছরের অখিলেশ কুমার। ২০১২ সালে তাকে খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। মামলায় ২০১৩ সালে জেলা আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। তারপর থেকে গুরুগ্রাম সংশোধনাগারে বন্দি ছিল স্থানীয় দরবারিপুর গ্রামের বাসিন্দা অখিলেশ। সাজা কাটছিল।
বুধবার অখিলেশের মৃত্যুর কথা জানায় জেল কর্তৃপক্ষ। কিন্তু তার মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। ফলে অখিলেশের মৃত্যু নিয়ে তদন্তের দাবি জানায় তার পরিবার। পরিবারের দাবি মেনে অখিলেশের মৃত্যুর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)