স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখার ম্যানেজারের ঘরে হামলা চালানোর অভিযোগে ২ সরকার কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ২ জনই কেরালার রাজ্য সরকারি কর্মী। গত বুধবার ছিল বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে ভারত বন্ধের দ্বিতীয় দিন। এই বন্ধে অন্যান্য রাজ্যে অল্প বিস্তর প্রভাব পড়লেও কেরালায় ২ দিন ব্যাপী ধর্মঘটের ২ দিনই বন্ধ সর্বাত্মক আকার নেয়। সেখানেই গত বুধবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তিরুবনন্তপুরমের একটি শাখা খোলা রাখার প্রতিবাদ করে ম্যানেজারের কেবিন তছনছ করে দেন বন্ধ সমর্থকেরা। টেবিলের ওপর ছুঁড়ে দেওয়া হয় কম্পিউটার। তছনছ করা হয় গোটা ঘর। শাসানো হয় ম্যানেজারকে।
এই ঘটনার পর ওই ব্যাঙ্ক ম্যানেজার পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে ১৫ জন ম্যানেজারের কেবিনে ঢুকে তাণ্ডব চালান। এরপর অশোকন ও হরিলাল নামে ২ কেরালার রাজ্য সরকারি কর্মচারিকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাঁদের আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। বাকি অভিযুক্তদের খুঁজছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)