সিবিআই প্রধানের পদ থেকে তাঁকে সরানোর পক্ষে যেসব অভিযোগ সামনে আনা হয়েছে তা মিথ্যা এবং অপ্রমাণিত। কোনও অভিযোগেরই কোনও ভিত্তি নেই। নেহাতই তুচ্ছ অভিযোগ। তাঁকে সরানো নিয়ে এভাবেই মুখ খুললেন সিবিআইয়ের প্রাক্তন প্রধান অলোক বর্মা। গত বৃহস্পতিবার রাতে তাঁকে সরানোর পর একটি বিবৃতি প্রকাশ করে অলোক বর্মা দাবি করেন, তাঁর বিরুদ্ধে মাত্র একজন কিছু অভিযোগ এনেছেন। যিনি আবার তাঁর শত্রু। কেবল সেই একজনের অভিযোগের ভিত্তিতে তাঁকে সরানো হল। অথচ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। কোনও অভিযোগই প্রমাণিত নয়। প্রসঙ্গত তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে থাকা রাকেশ আস্থানা। যাঁর সঙ্গে দ্বৈরথেই এতকিছু ঘটে গেল।
পরতে পরতে নাটকের মধ্যে দিয়ে যাচ্ছেন সিবিআইয়ের প্রাক্তন প্রধান অলোক বর্মা। তাঁকে ছুটিতে পাঠানোর আড়াই মাস পর গত মঙ্গলবারই সুপ্রিম কোর্ট তাঁকে তাঁর পদ ফিরিয়ে দেয়। নির্দেশ দেয় প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের সিলেকশন কমিটি অলোক বর্মার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। এই কমিটি গত বৃহস্পতিবার অলোক বর্মাকে সরানোর নির্দেশ দেয়। ২-১ ভোটের ব্যবধানে এই সিদ্ধান্ত হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জায়গায় তাঁর প্রতিনিধি হিসাবে বৈঠকে ছিলেন বিচারপতি একে সিক্রি। বৈঠকে প্রধানমন্ত্রী ও বিচারপতি একে সিক্রি অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেন। বিপক্ষে দেন লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)