শনিবার থেকে ফের প্রবল তুষারপাত শুরু হল কাশ্মীর উপত্যকায়। তবে বেশ কিছুদিন ধরে চলা শৈত্যপ্রবাহ থেমেছে। ফলে কিছুটা হলেও হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে রেহাই মিলেছে সেখানকার বাসিন্দাদের। অল্প অল্প উঠতে শুরু করেছে পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু কাশ্মীর জুড়ে আকাশ মেঘে ছেয়ে আছে। রাতের দিকে মেঘের আস্তরণ শৈত্যপ্রবাহের পথে বাধা হয় দাঁড়াচ্ছে।
শনিবার সকাল থেকেই প্রবল তুষারপাত শুরু হলেও আগামী রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জম্মুতে তাপমাত্রা বাড়লেও এমন মনে করার কারণ নেই যে খুব বেড়েছে শ্রীনগর বা কাশ্মীর উপত্যকার তাপমাত্রা। সামান্যই বৃদ্ধি। যা শীতের কনকনানি কমিয়ে দেয়নি। শনিবার জম্মুতে যেখানে পারদ ৮ ডিগ্রি পার করেছে। সেখানে শ্রীনগর এখনও মাইনাস ০.৮ ডিগ্রি। কার্গিল মাইনাস ১৬.৬। দ্রাস মাইনাস ১০.৩। লেহ মাইনাস ১১.৯, গুলমার্গ মাইনাস ২.৪।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)