১৫ ডিসেম্বর নয়, পুরনো ৫০০ টাকার নোট ব্যবহারের শেষ দিন ২ ডিসেম্বর। অর্থাৎ শুক্রবারের পর আর কোথাও পুরানো ৫০০ টাকার নোট গ্রাহ্য হবে না। এর আগে কেন্দ্র ঘোষণা করেছিল পেট্রোল পাম্প বা বিমানের টিকিট কাটার জন্য পুরনো ৫০০ টাকার নোট আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে। কিন্তু এদিন সেই নির্দেশে বদল এনে নতুন নির্দেশ জারি করা হয়েছে। এতে ফের গর্জে উঠেছে বিরোধীরা। তাদের অভিযোগ, বারবার এভাবে নিয়মে বদল এনে মানুষের ভোগান্তি আরও বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র। এর আগেই ১০০০-এর নোট সম্পূর্ণ বাতিল করেছে কেন্দ্র। তবে ৫০০ টাকার পুরনো নোট ব্যবহারে কয়েকটি ক্ষেত্রে ছাড় ছিল। সেই সুযোগও শুক্রবারই শেষ করতে চলেছে তারা। এরপর থেকে কাছে ৫০০ বা ১০০০ টাকার পুরনো নোট থাকলে তা একমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা যাবে।