যাত্রীবোঝাই একটি সরকারি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। মৃতদের মধ্যে ১ জন ছাত্র। আহত কমপক্ষে ১০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নিমেষে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। স্থানীয় লোকজন জড়ো হয়ে একের পর এক গাড়িতে আগুন ধরাতে থাকেন। কাছাকাছি থাকা ১০টি ট্রাকে আগুন ধরিয়ে দেন তাঁরা। ভাঙচুর করা হয় গাড়ি। বুধবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইটাপল্লি এলাকার গুরুপাল্লি গ্রামের কাছে।
পুলিশের বিশাল বাহিনী এলাকায় হাজির হয়ে অবস্থা আয়ত্তে আনে। পুলিশ জানাচ্ছে, ৫০ জন যাত্রী নিয়ে বাসটি গুরুপল্লি গ্রামের কাছে রাস্তার একটি বাঁকের কাছে পৌঁছয়। উল্টোদিক থেকে সেই বাঁকে প্রবল গতিতেই টার্ন নেয় একটি খনি সংস্থার ট্রাক। একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় ২টি যানের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)