
দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হল সাইক্লোন ‘নাডা’। বঙ্গোপসাগরের ওপরই শক্তি হারিয়েছে সাইক্লোনটি। ক্রমশ তা আরও দুর্বল হচ্ছে। ফলে শুক্রবার সকালে স্থলভূমিতে আছড়ে পড়ার আগে সেটি সাধারণ নিম্নচাপের চেহারা নিতে পারে বলেও মনে করছেন আবহবিদেরা। বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোনটি আছড়ে পড়ার কথা ছিল তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে। কিন্তু বঙ্গোপসাগরের ওপরই সেটি দুর্বল হতে শুরু করে। এদিকে বৃহস্পতিবার বিকেলে উপকূল থেক ২৭০ কিলোমিটার দূরে সমুদ্রের উপর অবস্থানরত নাডার জেরে চেন্নাইয়ের আকাশ মেঘে ঢাকা পড়ে। উপকূলীয় এলাকা জুড়ে একটানা বৃষ্টিও চলেছে। এই বৃষ্টি এখনই থামবে না বলেই জানিয়েছেন আবহবিদেরা। বরং দুর্বল হয়ে যদি স্থলভূমির আগে নাডা সাধারণ নিম্নচাপে পরিণত হয় তাহলেও তার প্রভাবে চেন্নাই সহ উপকূলীয় তামিলনাড়ু ও পুদুচেরিতে বৃষ্টি হবে বলেই সতর্ক করেছেন তাঁরা।