National

মরু রাজ্যে সোয়াইন ফ্লুয়ে মৃত্যু মিছিল, একদিনে মৃত ৫

সোয়াইন ফ্লু এক ভয়ংকর চেহারা নিচ্ছে রাজস্থানে। ক্রমশ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে সোয়াইন ফ্লুয়ে মৃতের সংখ্যাও। কেবল শনিবারই ৫ জনের সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মহামারির আকার নেওয়া সোয়াইন ফ্লু রাজস্থানে নতুন বছরের প্রথম ১৯ দিনেই ৪৮টি প্রাণ কেড়ে নিয়েছে। শনিবার জয়পুরে ২ জন, উদয়পুরে ২ জন এবং বারমের-এ ১ জনের মৃত্যু হয়েছে। পয়লা জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১ হাজার ১৭৩ জনের শরীরে সোয়াইন ফ্লুয়ের জীবাণু ধরা পড়েছে।

স্বয়ং বিজেপি সভাপতি অমিত শাহও সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি। এদিকে সবে রাজস্থানের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করে সেখানে মসনদে বসেছে কংগ্রেস। আর তারপরই সোয়াইন ফ্লু মহামারির আকার নিল। ফলে নয়া সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ। ইতিমধ্যেই সরকারি চিকিৎসকদের সব ছুটি বাতিল করেছে রাজ্য সরকার।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button