তাঁকে সবাই চেনেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি হিসাবে। সেই প্রবীণ তোগারিয়া এবার পা দিতে চলেছেন প্রত্যক্ষ রাজনীতির ময়দানে। আগামী ৯ ফেব্রুয়ারি তাঁর নয়া রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদের প্রেসিডেন্ট প্রবীণ তোগারিয়া মঙ্গলবার একথা জানান। তিনি এও জানিয়েছেন, তাঁর দলে সমাজের বহু প্রথিতযশা মানুষ যোগ দিতে চলেছেন। এই প্রথিতযশাদের মধ্যে কে কে রয়েছেন? এই প্রশ্নের উত্তরে দীর্ঘদিনের হিন্দুত্ববাদী সংগঠনের অন্যতম মুখ প্রবীণ তোগারিয়া জানান, কে কে থাকছেন নয়, কে কে থাকছেন না বলুন!
মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেই কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুবের যে সিদ্ধান্ত কংগ্রেস সরকার গ্রহণ করেছে তার প্রশংসা করেন প্রবীণ তোগারিয়া। সেইসঙ্গে কৃষকদের জন্য ২৪ ঘণ্টা অবিচ্ছিন্ন বিদ্যুৎ বণ্টনের দাবি জানান তিনি। একইসঙ্গে এক পরিবার, ২ সন্তান নীতির পক্ষেও সওয়াল করেন তিনি। বলেন, আইন করে দেওয়া উচিত যে ২ সন্তানের বেশি হলে সরকারি সুযোগ সুবিধা পাবেনা ওই পরিবার। ভোটে দাঁড়ানোর সুযোগও তাঁরা পাবেন না।
এদিকে প্রবীণ তোগারিয়ার রাজনৈতিক দল গঠন কী বিজেপির পক্ষে যাবে? নাকি বিপক্ষে? লোকসভা নির্বাচনের আগেই তাঁর নয়া দলের আত্মপ্রকাশ কোন নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত করছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)