৪০ জন যাত্রী নিয়ে মিনি ট্রাকটি যাচ্ছিল পাহাড়ি এলাকা ধরে। গাদাপুর থেকে যাচ্ছিল ব্রাহ্মণীগাঁও। রাস্তায় পড়ে পোইগুড়া ঘাটের দুর্গম পথ। পাহাড়ি রাস্তা। মঙ্গলবার এখানেই নিয়ন্ত্রণ হারান চালক। মিনি ট্রাক যাত্রীদের নিয়ে উল্টে যায় গভীর গিরিখাতে। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত বেরহামপুরের হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে ওড়িশার কান্ধামল জেলায়।
ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। আহতদের বিনামূল্যে চিকিৎসা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)