নিকট আত্মীয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলেন সকলে। সব কাজ শেষ করে শ্মশান থেকে ফিরছিলেন ১০ জন। একটি বোলেরো গাড়িতে করে ফিরছিলেন। রাতভর শ্মশানে কাটানোর পর বুধবার কাকভোরে ফিরছিলেন উত্তরপ্রদেশের ইটাওয়া-তে নিজেদের বাড়ি। কিন্তু এঁদের মধ্যে ৫ জনের আর বাড়ি ফেরা হল না। যারমধ্যে ২ বছরের এক শিশুও রয়েছে।
পুলিশ জানাচ্ছে, কাকভোরে প্রবল কুয়াশা ছিল। ফলে ভাল করে সামনে কী রয়েছে তা দেখা যাচ্ছিল না। উত্তরপ্রদেশের ফতেপুর জেলার ওপর দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে একটি চটির পাশে দাঁড় করানো একটি লরির পিছনে ধাক্কা মারে বোলেরোটি। প্রবল গতিতে ধাক্কা মারায় বিশ্রীভাবে দুমড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির ৫ আরোহীর। বাকি ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা