গত ১৬ জানুয়ারি একটি হাতিকে গুলি করে হত্যা করে চোরাশিকারিরা। ঝাড়খণ্ডের পালামৌ জেলার জাওয়া নদীর ধার থেকে হাতিটির দেহ উদ্ধার হলেও তার দাঁত ২টো ছিলনা। তা কেটে নেওয়া হয়েছিল। তারপর থেকেই ওই হাতির হারানো দাঁতের খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের লাতেহার জেলার বীরেন্দ্র সিং নামে এক ডাক্তারের ক্লিনিকে হানা দেয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেখান থেকেই উদ্ধার হয় হাতির দাঁত।
এদিকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেখানে হানা দেওয়ার আগেই চিকিৎসক বীরেন্দ্র সিং আধিকারিকদের চোখে ধুলে দিয়ে চম্পট দেয়। ফলে ওই চিকিৎসকের নাগাল পাওয়া যায়নি। তবে ক্লিনিকের অন্য ২ কর্মীকে গ্রেফতার করেছে সিট।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)