ভরা বাজারে বন্য প্রাণিও যে ঢুকে পড়তে পারে তা অনেককে বললেও মেনে নেবেননা। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় ভরা বাজারে ঢুকে কার্যত তাণ্ডব চালাল একটি লেপার্ড। কখনও বাড়ির ছাদে উঠে পড়ল। কখনও দোকানের চালে, আবার কখনও গৃহস্থের বারান্দায়। সে একেবারে হুলুস্থুলু কাণ্ড।
কুকুর, বেড়াল হলে সকলে তাড়া করতেন। কিন্তু লেপার্ডকে ঘাঁটানোর সাহস বড় একটা কেউই দেখাননি। বরং যেখানেই লেপার্ড হাজির হয়েছে, মুহুর্তে সেখানকার চারপাশ ফাঁকা হয়ে গেছে। এরমধ্যেই লেপার্ড আসার খবরে সেখানে হাজির হন ২ টেলিভিশন ক্যামেরাম্যান। কয়েকজন যুবক লেপার্ডটিকে তাড়াও করেন হঠানোর জন্য। টেলিভিশন ক্যামেরাম্যানও পিছু ধাওয়া করেন। তাড়া খেয়ে নিজ রূপ ধারণ করে লেপার্ডও। সটান ঘুরে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ে এঁদের ওপর। লেপার্ডের থাবায়, আঁচড়ে ৪ জন গুরুতর আহত হন। এঁদের মধ্যে ওই ২ ক্যামেরাম্যানও আছেন।
তাণ্ডব চালিয়ে এক গৃহস্থের ঘরে ঢুকে পড়ে লেপার্ডটি। সেখান থেকেই তাকে পাকড়াও করেন বনকর্মীরা। পুলিশ জানাচ্ছে, কাকভোরেই মহারাষ্ট্রের নাসিকের কাছে গঙ্গাপুর রোডের একটি পেট্রোল পাম্পের পিছনে আখের খেতে লুকিয়ে ছিল লেপার্ডটি। সেখান থেকেই সে সকালে ঢুকে পড়ে কাছের ঘনবসতিপূর্ণ এলাকা সাভারকর নগরে। তারপরই শুরু হয় তাণ্ডব। ঘণ্টা তিনেক ধরে তাণ্ডব চলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা