সিনেমা প্রযোজক শ্রীকান্ত মোহতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ওড়িশার খুরদা আদালত। বৃহস্পতিবার কলকাতা থেকে গ্রেফতারের পর শ্রীকান্ত মোহতাকে ওড়িশা নিয়ে যাওয়া হয়। সেখানে খুরদা আদালতে তাঁকে পেশ করে সিবিআই। তবে সিবিআইয়ের তরফে তাঁকে হেফাজতে চাওয়া হয়নি। ২ পক্ষের সওয়াল জবাব শোনার পর শ্রীকান্ত মোহতাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আদালতে শ্রীকান্ত মোহতার আইনজীবী তাঁদের মক্কেলকে বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করানোর অনুমতি চান। সে আবেদন গ্রাহ্য হয়নি। আদালত নির্দেশ দিয়েছে শ্রীকান্ত মোহতা অসুস্থ হলে তাঁকে জেল হাসপাতালে চিকিৎসা করানো হোক। এরপর সন্ধেয় তাঁকে ভুবনেশ্বরের জেলে নিয়ে যাওয়া হয়।
গত বৃহস্পতিবার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর কর্ণধার শ্রীকান্ত মোহতাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে সিবিআই। সকালে তাঁর কসবার দফতরে হাজির হন সিবিআই আধিকারিকরা। রোজভ্যালি নামক বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে তাঁর লেনদেন বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকরা। সব প্রশ্নের সদুত্তর না পেয়ে শ্রীকান্ত মোহতাকে সেখানে আটক করা হয়। নিয়ে আসা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানেও জেরা করা হয়। তারপর বিকেলে বহু বাংলা সিনেমার প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর কাছ থেকে সিনেমা করার নামে টাকা নিয়ে তা না ফেরত দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও প্রভাবশালীদের সঙ্গে তাঁর যোগাযোগের কথা জানিয়ে গৌতম কুণ্ডুকে ভয় দেখানো সহ বেশ কিছু অভিযোগ রয়েছে শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে।