২০১৮ সালে তাদের অভিধানের বছরের সেরা হিন্দি শব্দ হিসাবে নির্বাচিত হয়েছে ‘নারী শক্তি’ শব্দটি। জয়পুরে সাহিত্য সম্মেলনে একথা অক্সফোর্ডের তরফে ঘোষণা করা হয়। সংস্কৃত শব্দ থেকে নেওয়া নারী শক্তি হল নারীর ক্ষমতা। ২০১৮ সালে এই শব্দটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বলে অক্সফোর্ডের তরফে জানানো হয়েছে। তারা জানিয়েছে, বর্তমানে নারী তার নিজের জীবনের দায়িত্ব নিজেই নিচ্ছে। আর সেটাই প্রতিফলিত হয়েছে এই শব্দের মধ্যে দিয়ে।
কীভাবে নারী শক্তি শব্দটিকে ২০১৮ সালের সেরা শব্দ হিসাবে বেছে নেওয়া হল? ভারতে অক্সফোর্ড অভিধানের যে দল রয়েছে তারাই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়ে একটি প্যানেল তৈরি হয়েছিল বছরের সেরা হিন্দি শব্দ বেছে নেওয়ার জন্য। তারাই নারী শক্তি শব্দটিকে বেছে দিয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)