মাইনাস ২৮.৭ ডিগ্রি। এদিন জম্মু কাশ্মীরের দ্রাসের তাপমাত্রার পারদ এখানেই নেমেছে। যা কার্যত একটি রেকর্ড। যেখানে দ্রাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ২৮.৭ ডিগ্রি, সেখানে দ্রাসের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড গড়েছে। দ্রাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ১০.১ ডিগ্রি।
গোটা লাদাখ অঞ্চলেরই তাপমাত্রার পারদ এখন তলানিতে ঠেকেছে। চারদিকে শুধুই সাদা বরফের চাদর। কোথাও আর কিছুই দেখা যাচ্ছেনা। দৃশ্যমানতাও কম। তবে হাওয়া অফিস জানিয়েছে আগামী ৩ দিনে আবহাওয়া ঝলমলে থাকবে। পরিস্কার আবহাওয়া হওয়ায় পারদ আরও নামবে বলেই পূর্বাভাস দিয়েছে তারা। ফলে আরও নিচে নামতে চলেছে পারদ। এখন দেখার মাইনাস ২৮ থেকে আরও কতটা নিচে নামে এখানকার তাপমাত্রা।
জম্মু কাশ্মীরের অন্যান্য জায়গার অবস্থাও বড় একটা সুবিধের নয়। রবিবার খোদ শ্রীনগরেই তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ১.৪ ডিগ্রি। চারদিক বরফে ঢাকা। পহেলগাঁও-তে তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ১৩ ডিগ্রি, লেহ শহরে পারদ নেমেছে মাইনাস ১৫ ডিগ্রিতে, কার্গিলে পারদ নেমেছে মাইনাস ২০ ডিগ্রিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা