যদি তাঁর প্রশাসন চালানো কারও পছন্দ না হয় তাহলে তিনি যে কোনও সময় মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিতে রাজি। কংগ্রেসের উচিত তার বিধায়কদের সংযত করা। রীতিমত কড়া ভাষায় একথা সংবাদমাধ্যমের সামনে জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।
তাঁদের আসন সংখ্যা অনেক কম থাকা সত্ত্বেও কংগ্রেসের সমর্থনে তাঁকে মুখ্যমন্ত্রীত্ব দেওয়া হয়। যদিও তারপর থেকেই শোনা যাচ্ছিল কংগ্রেস বিধায়কদের চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন কুমারস্বামী। সেকথা প্রকাশ্যেই বলে ফেলেন তিনি। একটি সভায় একথা বলে কেঁদেও ফেলেন। তারপর কাবেরী দিয়ে অনেক জল বয়ে গেছে। এখন লোকসভা নির্বাচনের মুখে নতুন করে কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব প্রকাশ্যে এসে পড়ল।
কংগ্রেস বিধায়কেরা তাঁদের নেতা হিসাবে সিদ্দারামাইয়ার কথা বারবার বলছেন। কুমারস্বামীর বিরুদ্ধেও বক্তব্য রাখছেন। যা অবশ্যই শরিক জেডিএস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ভাল লাগছে না। কুমারস্বামী সোমবার সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেস বিধায়কেরা প্রকাশ্যে তাঁর সমালোচনা করা বন্ধ না করলে তিনি মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করবেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)