হরিয়ানার জাঠ অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত জিন্দ বিধানসভা কেন্দ্র। হরিয়ানায় এখন বিজেপি সরকার। তবে জিন্দ আগে জিততে পারেনি বিজেপি। এবার জিতল। বিধানসভা উপনির্বাচনে জিন্দ থেকে ১২ হাজার ৯৩৫ ভোটে জিতলেন বিজেপির কিষাণ লাল মিদ্ধা।
৯ মাস পরেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। ফলে ৯ মাসের জন্যই জিন্দের বিধায়ক হলেন কিষাণ লাল। তবে লোকসভা নির্বাচনের মুখে এটা বিজেপির বড় জয়।
এই কেন্দ্রে শোচনীয় হার হারতে হয়েছে কংগ্রেসকে। কংগ্রেস এখানে তথাকথিত শক্তিশালী প্রার্থী দিয়েছিল। এখান থেকে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা।
পরিচিতি মুখ। কিন্তু জিন্দ থেকে তাঁর সংগ্রহ মাত্র ২২ হাজারের কিছু বেশি ভোট। অন্যদিকে সর্বত্র হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বিজেপির জন্য জাঠ অধ্যুষিত একটা এলাকা থেকে এমন বিপুল জয় অক্সিজেনের কাজ করল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)