ঘন কুয়াশায় দৃশ্যমানতার অভাবে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের। গুরুতর আহত আরও ২ জন। এঁরা প্রত্যেকে একই পরিবারের সদস্য। কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে একটি গাড়ি। মৃত্যু হয় গাড়িতে থাকা ৩ জনের। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে আগ্রা-লখনউ এক্সপ্রেস ওয়ের ওপর রবিবার সকালে। আহতদের লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারা। আহতদের স্থানীয় হাসপাতালে প্রথমে ভর্তি করা হলেও পরে তাঁদের লখনউ রেফার করে দেওয়া হয়। খবর পেয়ে মেডিক্যাল কলেজে হাজির হন ডিএম ও এসপি। জানা গেছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত পাঠকের বাবা, পিসি ও পিসেমশাই রয়েছেন।
পুলিশের জানিয়েছে, রবিবার আগ্রা-লখনউ এক্সপ্রেস ওয়ের ১৯২ কিলোমিটার পয়েন্টে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে দিল্লি থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে ঢুকে যায়। ডাম্পারটি খারাপ হয়ে যাওয়ায় সেখানেই সেটি দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনায় ৬৫ বছরের ওমপ্রকাশ ও তাঁর ভগ্নীপতি ৫৯ বছরের মহেশ চন্দ্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁরা কানপুরের বাসিন্দা।
দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে নামার সময় মন্ত্রী সুব্রত পাঠকের পিসি আভা তিওয়ারিকে পেছন থেকে আসা একটি বাস ধাক্কা মারে। এরফলে গুরুতর আহত হন তিনি ও পরে তাঁরও মৃত্যু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা