মঙ্গলবার সকাল ৯টা। ব্যস্ততা তুঙ্গে। হঠাৎ কাছের একটি বাড়ি থেকে গুলির শব্দ পেয়ে চমকে ওঠেন আশপাশের মানুষজন। কী হয়েছে তা নিজেরা দেখার চেষ্টা না করে প্রথমেই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই বাড়িতে ঢুকে দেখে রক্তে ভেসে যাচ্ছে ঘর। তারমাঝেই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে নিথর এক বৃদ্ধের দেহ। কাছেই পড়ে আছে একটি রিভলভার।
পুলিশ জানাচ্ছে, ৭৪ বছরের ওই বৃদ্ধের নাম যাদব সিং। তিনি গত ৪ বছর ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান এই মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন যাদব সিং। তবে মৃত্যুর সঠিক কারণ সত্যিই আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির সুন্দর নগর এলাকায়। যে রিভলভার থেকে গুলি চলে সেই রিভলভারের মালিক যাদব সিং-ই। লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটিকেই তিনি আত্মহত্যার কাজে লাগালেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)