বিষমদ পানের জেরে মৃত্যু হল ৩০ জনের। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গ্রামে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মদ্যপান করেন বেশ কয়েকজন। পান করার পরই একে একে তাঁরা বমি করতে শুরু করেন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুক্রবার রাত পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার বালাপুর গ্রামে। এখানেই বৃহস্পতিবার রাতে একটি অনুষ্ঠান ছিল। যাতে উপস্থিত ছিলেন অনেকেই। সেখানে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার কয়েকজন বাসিন্দাও ছিলেন। বিষমদ খেয়ে যাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি মৃতরা স্থানীয়। তবে শুক্রবার সকাল থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। নতুন করেও কয়েকজন অসুস্থ হয়েছেন।
ঘটনার পর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমেছে। সঙ্গে মিশেছে আতঙ্ক। কীভাবে এখানে বিষ মদ এল? সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে রাজ্য সরকারেও। তবে মৃতদের পরিবারপিছু কোনও ক্ষতিপূরণ ঘোষণা হয়নি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)