অনেক টানাপোড়েনের পর অবশেষে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সারদা চিটফাণ্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একটি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য স্থানে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু করতে হবে। ঠিক হয় শিলংয়ে হবে জিজ্ঞাসাবাদ। শীর্ষ আদালত ১৯৮৯ ব্যাচের আইপিএস রাজীব কুমারকে সিবিআইকে তদন্তে সাহায্য করা ও তাদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই শনিবার থেকে শিলংয়ে শুরু হল জিজ্ঞাসাবাদ।
গত শুক্রবার সন্ধেয় গুয়াহাটি হয়ে শিলং পৌঁছন রাজীব কুমার। তাঁর সঙ্গে রয়েছেন আরও ৩ আইপিএস আধিকারিক। রয়েছেন তাঁর ভাইও। রাতে শিলংয়েই ছিলেন তাঁরা। শনিবার সকাল ১১টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কথা ছিল। সেইমত পৌনে ১১টাতেই শিলংয়ে সিবিআইয়ের দফতরে হাজির হন রাজীব কুমার। শুরু হয় জিজ্ঞাসাবাদ।
গত রবিবার তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করে সিবিআইয়ের একটি দল। তাদের বাধা দেন কলকাতা পুলিশের আধিকারিকরা। কলকাতা পুলিশের অভিযোগ ছিল সিবিআই আধিকারিকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। পরে মুখ্যমন্ত্রীও তেমনই দাবি করেন। রাজীব কুমারের পাশে দাঁড়িয়ে ধর্নায়ও বসেন তিনি। অন্যদিকে রবিবার রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় কলকাতা পুলিশের। পরে সিবিআই আধিকারিকদের আটক করে পুলিশ। এই ঘটনার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)